দেশ

শেষ রক্ষা হল না, মধ্যপ্রদেশে ৫০ ঘন্টা বাদে উদ্ধার কুয়োয় আটকে পড়া শিশুর দেহ

শেষ রক্ষা হলো না। প্রায় ৫০ ঘন্টা বাদে ৩০০ ফুট গভীর কুয়োয় আটকে পড়া আড়াই বছরের শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হল না। উদ্ধারের আগেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ফুটফুটে শিশুর। ইতিমধ্যেই শরীরে পচনও শুরু হয়েছে। যুদ্ধকালীন ত‍ৎপরতায় শিশুটিকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েও বাঁচানো না যাওয়ায় দুঃখপ্রকাশ করেছেন সেহোরের জেলাশাসক। ময়নাতদন্তের পরেই মৃত শিশুর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের সেহোর জেলার মুঙ্গাওলি গ্রামে মাঠে খেলার সময়ে আচমকাই সেচের কাজের জন্য নির্মিত ৩০০ ফুট গভীর এক কুয়োয় (বোরওয়েল) পড়ে যায় আড়াই বছরের শিশুটি। কুয়োর ৫০ ফুট গভীরে আটকে ছিল এক রত্তি শিশুটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই কুয়ো থেকে আটকে পড়া শিশুটিকে উদ্ধারে কোমর কষে ঝাঁপায় প্রশাসন। সেনাবাহিনীর পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। নিয়ে আসা হয় মাটি খোঁড়ার মেশিন। বোরওয়েলের ধার ঘেঁষে আরও একটি কুয়ো খোঁড়া হয়।