কলকাতা

বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ অন্যদিকে, আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ কিন্তু, এর মাঝেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল পর্ষদ এবং সংসদ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা৷ অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷ আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে৷ শেষ হবে দুপুর ১টায়৷ তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন৷ আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে টানা ১০ দিন। পরীক্ষা শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৪। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।