মাধ্যমিক পরীক্ষার নয়াসূচি ঘোষণা করল সংসদ। ১ জুন থেকে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। লিখিত পরীক্ষা চলবে ওই মাসের ১০ জুন পর্যন্ত। ১ জুন প্রথম ভাষা, ২ জুন দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ৩ জুন ভূগোল, ৫ জুন ইতিহাস, ৭ জুন অঙ্ক পরীক্ষা। ৮ ও ৯ জুন জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান পরীক্ষা। ১০ তারিখ হবে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা। ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। অন্যদিকে ৩০ জুন আদিবাসীদের হুল উৎসবের কারণে পিছিয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তিনি বলেন, আগামী ৩০ জুন দেশজুড়ে আদিবাসীদের হুল উৎসব রয়েছে। ওইদিন উচ্চমাধ্যমিকের নির্ধারিত পরীক্ষা না হওয়ার জন্য সংসদকে আবেদন করা হয়েছে। সূচি পরিবর্তন করে কবে পরীক্ষা হতে পারে, তা জানিয়ে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, সূচি অনুসারে ওই দিন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ওই পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী।
মাধ্যমিকের রুটিন
🔴 ১ জুন, মঙ্গলবার- প্রথম ভাষা
🔴 ২ জুন, বুধবার- দ্বিতীয় ভাষা
🔴 ৩ জুন, শুক্রবার- ভূগোল
🔴 ৫ জুন, শনিবার- ইতিহাস
🔴 ৭ জুন, সোমবার- অঙ্ক
🔴 ৮ জুন, মঙ্গলবার- জীবন বিজ্ঞান
🔴 ৯ জুন, বুধবার- ভৌত বিজ্ঞান
🔴 ১০ জুন, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়গুলি