মধ্যপ্রদেশের মেখলা রিসর্টে তরুণীকে গলা কেটে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। গত সাত নভেম্বর জব্বলপুরের মেখলা রিসর্টে তরুণীর দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করে ভিডিও দিয়ে পুলিশকে চ্যালেঞ্জ জানায় অভিযুক্ত। ওই অভিযুক্তের আসল নাম হেমন্ত ভারানেকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান থেকে তাকে ধরা হয়েছে। আদতে সে মহারাষ্ট্রের বাসিন্দা। জব্বলপুর আদালতে তোলা হলে তাকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মৃত তরুণীর নাম শিল্পী ঝরিয়া। দুজনেই ভুয়ো পরিচয় পত্র দিয়ে ৬ নভেম্বর ওই রিসর্টে উঠেছিল। মৃতা নিজেকে রাখী মিশ্র বলে পরিচয় দেয়। অভিযুক্ত নিজেকে অভিজিত পাতিদার বলে সেখানে পরিচয় দেয়। সাত তারিখে অভিযুক্ত বাইরে থেকে দরজায় তালা দিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ দরজা ভেঙে ওই দেহ উদ্ধার করে। আদালতে তোলার সময় শনিবার আইনজীবীদের ক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পর থেকে বারবার ঠিকানা বদল করে পালাচ্ছিল সে। মৃতের এটিএম কার্ড ব্যবহার করে বিগত দশ দিনে প্রতিদিন ২০,০০০ টাকা করে তুলেছে সে। পালাবার সময় মৃতের সোনার গয়নাও নিয়ে পালায়। ধৃতের কাছ থেকে মৃতার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। নৃশংস ওই খুনের ঘটনায় অভিযুক্ত ভিডিও প্রকাশ করে লিখেছিল বেইমানি করার জন্য এই পরিণাম।