দেশ

মেঙ্গালুরুতে অটোয় বিস্ফোরণ

 মেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটল অটোয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এটা মামুলি ঘটনা। কিন্তু পুলিশ তদন্তে নামতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয়, সাধারণ বিস্ফোরণ নয়, এটা পরিষ্কার নাশকতা। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।  সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেঙ্গালুরুর একটি অটোয় আগুন ধরে যায়। মৃদু বিস্ফোরণের শব্দও শোনা যায়। অটোর যাত্রী ও এক চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  জানা গিয়েছে, তাঁরা এখনও কথা বলার মতো অবস্থায় নেই ।  এই ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। জখম অটোচালকের দাবি, অটোর এক যাত্রীর ব্যাগে আগুন ধরে যায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিল ফরেন্সিক টিম। বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে তারা।এরপর রবিবার সকালে কর্নাটক পুলিশের ডিজি জানান, বিস্ফোরণ কোনও দুর্ঘটনা নয়। প্রচুর ক্ষয়ক্ষতির উদ্দেশ্য নিয়ে এই নাশকতা ঘটানো হয়েছিল বলে পুলিশ নিশ্চিত। তিনি আরও জানান, কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তদন্ত চলছে। সকলকে শান্ত থাকারও আর্জি জানিয়েছেন তিনি। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল সে সম্পর্কে তিনি কিছু জানাননি।