কলকাতা

প্রকাশিত হল মাদ্রাসার ফল, মেধাতালিকায় ৩৫

শনিবার প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল। এদিন সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হয়। জানানো হয়েছে, ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছে হুগলির ছাত্র ফাহিম আখতার। সে পেয়েছে ৫৬৫ নম্বর। ৫৫১ পেয়ে দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক। ৮৪৫ নম্বর পেয়ে আলিমে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগণার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। অন্যদিকে হাই মাদ্রাসায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০। হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল মিলিয়ে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৩৫ জন।