দেশ

আজ মাঘী পূর্ণিমা, জেনে নিন শুভ যোগ

আজ মাঘী পূর্ণিমা। সমগ্র মাঘ মাসের স্নান, দান, দান, জপ ও তপস্যার শেষ দিন এটি। হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ মাসে যে পূর্ণিমা পড়ে সেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত।   ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, চন্দ্রদেবের পুজো করা হয় পূর্ণিমা তিথিতে। এই মাঘ পূর্ণিমার দিন স্নান আর দান করা খুব গুরুত্বপূর্ণ।  ধর্মীয় মতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেব-দেবীরা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন।  শাস্ত্রমতে, এই দিনে চন্দ্র দেবতা তাঁর ষোল কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন। এই দিনটি বাগদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকীও। এই দিনে মহান সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন। হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলি দন্ড লাগানো হয়, তাই এটি হোলিকা দণ্ড রূপনি পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে, মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সৌভাগ্য লাভ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে সারা বছরের ধ্যানের ফল পাওয়া যায়। এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয়, মন ও আত্মা পবিত্র হয়। এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক, দৈব ও বৈষয়িক দুঃখকষ্ট থেকে মুক্তি দেয়। স্নান ও দান করার সময় মানসিকভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ  জপ করতে হবে। আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে আপনি গঙ্গার জল ছিটিয়ে পুণ্য লাভ করতে পারেন।  স্নানের পর মাটির পাত্রে কালো তিল ভরে এবং তার সাথে ঠান্ডা প্রতিরোধক বস্ত্র দান করলে ধন ও বংশ বৃদ্ধি হয়। এই দিনে ভগবান সত্যনারায়ণের ব্রতকথা  পাঠ করলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা বজায় থাকে। সুখ-সৌভাগ্য, ধন-সন্তান লাভ হয়। এই দিনে নিয়ম-কানুন মেনে মা সরস্বতীর পুজো করে সাদা ফুল নিবেদন করতে হবে এবং জ্ঞান লাভের জন্য ক্ষীর নিবেদন করতে হবে। এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এতে তাদের আত্মা শান্তি পায়। মাঘ পূর্ণিমায় স্নান করলে সূর্য ও চন্দ্রের জন্মকুণ্ডলী গত কোনও দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। মাঘ মাসের পূর্ণিমা তিথি ৪ ফেব্রুয়ারি রাত ৯.২৯ মিনিট থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি রাত ১১.৫৮ মিনিট পর্যন্ত চলবে। উদয় তিথি অনুসারে, মাঘ পূর্ণিমা ৫  ফেব্রুয়ারি ২০২৩ তারিখে উদযাপিত হবে।  অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দর বন দপ্তরের পক্ষ থেকে মাঘী পূর্ণিমা উপলক্ষে ৬ টি অস্থায়ী যাত্রী নিবাস ট্রেন্ড করা হয়।ভেসেল সংখ্যাও বাড়ানো হয়।প্রচুর পরিমাণে যাত্রী সাগর মেলা মাঠেপৌঁছয় এবং জি বি ডি এ এর পক্ষ থেকে অস্থায়ী যাত্রী নিবাস করা হয়। পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন সাগর পঞ্চায়েত সমিতি ,PHE সব রকমের ব্যবস্থা করেন যাতে সাধারণ যাত্রীদের কোন অসুবিধা না হয়।