বিদেশ

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ

প্রয়াত প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ ৯ মাস ধরে দুবাইয়ে এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ‘অ্যামিলয়ডোসিস’ নামে একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এদিন সকালে পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়। ১৯৪৩-এর ১১ অগাস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজ মুশারফের। তারপর দেশ ভাগের পর পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার। করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে পড়াশোনা করেন তিনি। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পাঠ নিয়ে তিনি যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। তার পর ধাপে ধাপে সেনাপ্রধান হন তিনি। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের শাসক পদে ছিলেন পারভেজ। নওয়াজ শরিফকে সরিয়ে আইএসআই-এর হাত ধরে তিনি প্রেসিডেন্ট পদে বসেছিলেন।