কলকাতা

সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরের পি সি সরকার, চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদ 

চিটফান্ড মামলায় এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন জাদুকর পি সি সরকার জুনিয়র। শুক্রবার বেলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ইডি দফতরে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। জানা যাচ্ছে, টাওয়ার গ্রুপের মামলায় পি সি সরকার জুনিয়রকে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে। সূত্রের খবর, টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলার তদন্তে পি সি সরকার জুনিয়রকে তলব করা হয়েছে। ইডির তরফে জানা গিয়েছে, কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপের কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় ইডি। এর পর উঠে আসে পি সি সরকার জুনিয়রের নাম। তাঁকে তলব করা হয়। এর আগে ২০২১ সালে একই মামলায় জাদুসম্রাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার ইডি তাঁকে ডেকে পাঠাল।