ভারতে করোনা আক্রান্ত অব্যাহত। এবার ১ লক্ষ ছাড়াল সেই সংখ্যাটা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৭০ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৪ জন রোগীর। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার ১৩৯। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৩ জনের। ইতিমধ্যে ৩৯ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে যাওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন রাজ্য সবচেয়ে বেশি আক্রান্ত। করোনা আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। এরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৯ জন রোগীর। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৮ হাজার ৪৩৭ জন রোগী। এ রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মুম্বইয়ে (আক্রান্ত ২১,৩৩৫ ও মৃত ৭৫৭)। তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাতকে টপকে স্থান করে নিয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৪ হাজার ৪০৬ জন রোগী। মৃত্যু হয়েছে ৮১ জনের। এ রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত (আক্রান্ত ৭,১২৫ ও মৃত ৫৭) চেন্নাইয়ে। তৃতীয় স্থানে গুজরাত সে রাজ্যে মোট আক্রান্ত ১১ হাজার ৭৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় ৪ হাজার ৮০৪ জন রোগী। মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। আহমেদাবাদেই সবচেয়ে বেশি (আক্রান্ত ৮,৬৮৩ ও মৃত ৫৫৫) মানুষ আক্রান্ত হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে ১৬৮ জনের। সুস্থ হয়ে গিয়েছেন ৪ হাজার ৪৮৫ জন রোগী। রাজধানীর এক অজ্ঞাত এলাকা থেকেই সবচেয়ে বেশি আক্রান্তের (আক্রান্ত ৯,২৬৬ ও মৃত ১৫৯) খবর পাওয়া গিয়েছে। তালিকায় পঞ্চম স্থানে থাকা রাজস্থানে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে ১৩৮ জনের। এখানে সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ৩ হাজার ২১৮ জন রোগী। রাজস্থানের জয়পুরেই আক্রান্ত সবচেয়ে বেশি (আক্রান্ত ১,৬২৫ ও মৃত ৬৮)। মধ্যপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫ হাজার ২৩৬ জন। ২৫২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে গিয়েছেন ২ হাজার ৪৩৫ জন রোগী। এখানকার ইন্দোরেই আক্রান্ত (আক্রান্ত ২,৫৬৫ ও মৃত ১০১) সবচেয়ে বেশি। এই তালিকায় সপ্তমে উত্তরপ্রদেশ। এরাজ্যে মোট আক্রান্ত ৪ হাজার ৬০৫ জন। সুস্থ হয়ে গিয়েছেন ২ হাজার ৭৮৩ জন রোগী। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১১৮ জন। আগ্রায় আক্রান্তের সংখ্যা (আক্রান্ত ৮১৫ ও মৃত ২৭) সর্বাধিক। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫০ জনের। কুর্ণুলে আক্রান্তই (আক্রান্ত ৬১৫ ও মৃত ১৯) বেশি।