তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্তে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ অনুমোদন করল এথিক্স কমিটি। সূত্রের খবর, সুপারিশের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন চারজন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারেরই সুপারিশ করল এথিক্স কমিটি। টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। প্রথম অভিযোগ অস্বীকার করলেও দ্বিতীয়টি প্রকাশ্যেই মেনে নেন তিনি। সব পক্ষের সঙ্গে কথা বলার পর এথিক্স কমিটি তৃণমূল সাংসদকে বহিষ্কারের সুপারিশ করল স্পিকার ওম বিড়লার কাছে।