দেশ

মেডেন ফার্মাকে কফ সিরাপ উৎপাদন বন্ধ করার নির্দেশ দিল হরিয়ানা সরকার

মেডেন ফার্মাকে কফ সিরাপ উৎপাদন বন্ধ করার নির্দেশ দিল হরিয়ানা সরকার। সংস্থাকে রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ পাতার একটি নোট পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কফ সিরাপের মতো ওষুধ তৈরি করতে গেলে যে নিয়ম বা নির্দেশিকা সংস্থার মেনে চলা দরকার, তারা সেই নির্দেশিকা লঙ্ঘন করেছে। কেন্দ্রীয় সংস্থা এবং হরিয়ানা রাজ্য ড্রাগ বিভাগের যৌথ তদন্তে সেই গাফলতি উঠে এসেছে। পাশাপাশি কফ সিরাপ তৈরির কাঁচামালের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। মেডেন ফার্মাকে রাজ্য সরকারের তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সেই শোকজ নোটিশে সংস্থার থেকে জানতে চাওয়া হয়েছে, কেন ওষুধ তৈরি নিয়ম লঙ্ঘনের পরেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। সাতদিনের মধ্যে মেডেন ফার্মাকে সেই শোকজ নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় ১৯৪০ এবং ১৯৪৫ ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইনে সংস্থার বিরুদ্ধে এক তরফা ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার পরে পরেই মেডেন ফার্মার তৈরি কফ সিরাপ পরীক্ষা করে দেখা হয়েছিল। পরীক্ষার রিপোর্ট অত্যন্ত বিপজ্জনক, খবর তেমনই। সেই পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে হরিয়ানা সরকার মেডেন ফার্মাকে শোকজ নোটিশ পাঠাল।