জেলা

ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ ৩ জনকে খুন, পুলিশের জালে মূল অভিযুক্ত

ক্যানিংয়ে প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের খুন করা হয় তৃণমূল নেতা-সহ ৩ জনকে। কেরালার কোঝিকোড় থেকে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে ট্রান্সজিট রিমান্ডে আনা হচ্ছে এ রাজ্যে। রাজ্যে জুড়ে তখন একুশের জুলাইয়ে সমাবেশের প্রস্তুতি চলছে। ৭ জুলাই, বৃহস্পতিবার একটি প্রস্তুতি বৈঠকে আয়োজন করা হয়েছিল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেদিন সকালে সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ক্য়ানিং-গোপালপুর পঞ্চায়েতের সদস্য়  স্বপন মাঝি। সঙ্গে ছিলেন দলের আর দুই নেতা।