জেলা

মালদায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বোমা ফেটে গুরুতর জখম ২ শিশু

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বালুটোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি জখম দুই শিশুকে নিয়ে গিয়ে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের বালুটোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি জখম দুই শিশুকে নিয়ে গিয়ে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশেরও অনুমান ওই এলাকায় আগে থেকে বোমা মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা। বাচ্চা দুটি বল ভেবে বোমা কুড়িয়ে নিয়ে যেতেই বিপত্তি ঘটে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।