দেশ

বিজেপি নেত্রী সোনালী ফোগাতকে মাদক নিতে বাধ্য করে তাঁর ২ আপ্তসহায়ক, চার্জশিটে জানাল সিবিআই

বিজেপি নেত্রী তথা টিকটক স্টার সোনালী ফোগাতকে মাদক নিতে বাধ্য় করে তাঁরই আপ্তসহায়ক সংভান সিং এবং সুখবিন্দর সিং। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআই মঙ্গলবার মৌপাসার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে মঙ্গলবার দাখিল করে চার্জশিট। সেই চার্জশিটে এই দুইয়ের নাম রয়েছে। মুখ্য় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে দাখিল করা চার্জশিটে সিবিআই জানিয়েছে, সংভান সিং এবং সুখবিন্দর সিংকে তারা জেরা করেছে। জেরায় এই দুই স্বীকার করে নিয়েছে সোনালীকে মাদক দেওয়ার অভিযোগ। সংভান সিং এবং সুখবিন্দর সিং বর্তমানে জেলে। এই দুইকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। জেরাও করে। গোয়া পুলিশ

পাঁচশো পাতার একটি রিপোর্ট তৈরি করেছে। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে দাখিল করা চার্জশিটে সিবিআই জানিয়েছে, গোয়া পুলিশের রিপোর্ট তারা সবিস্তারেই খতিয়ে দেখেছে। নেত্রীর মৃত্যুর পর প্রথমে গোয়া পুলিশ তদন্ত শুরু করে। দায়ের করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর পরিবর্তে খুনের অভিযোগ রুজু করে। যদিও তারা মৃত্যুর সঠিক কারণ উদ্ধার করতে পারেনি। নানা প্রান্ত থেকে দাবি ওঠে সিবিআই তদন্তের। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মৃত্যুর তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। উল্লেখ করা যেতে পারে, গত ২২ অগাস্ট এই বিজেপি নেত্রী তাঁর দুই আপ্তসহায়ককে নিয়ে গোয়া আসেন। ওঠেন একটি হোটেলে। সেই হোটেলে তাকে মাদক নেওয়ার জন্য চাপ দেয় তারা।