একাধিকবার সিএএ এবং এনআরসি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই ইস্যুতে জন প্রতিনিধিদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা দিলেন তিনি ৷ জানিয়ে দিলেন, 18 বছরের উপরে সকলের যাতে ভোটার কার্ডে নাম থাকে, তা নিশ্চিত করতে হবে জন প্রতিনিধিদের ৷ আজ সিউড়ির প্রশাসনিক সভা থেকে সিএএ ও এনআরসি ইস্যুতে এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি ৷ সঙ্গে ফের একবার বললেন, বাংলায় এনআরসি তিনি করতে দেবেন না ৷রবিবার বীরভূমের সিউড়ি চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নারগিক পঞ্জী বা এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, “সাবধান ! আবার ‘ক্যা ক্যা’ (সিএএ) শুরু করেছে ওরা ৷ আবার এনআরসি চালু করতে চলেছে ৷ ভোটার কার্ডে নাম তুলুন ৷”এরপরেই মঞ্চে উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের বলছি, দেখবেন যাতে সবাই ভোটার কার্ডে নাম তুলতে পারেন ৷ কারও যেন কোনও অসুবিধা না হয় ৷ ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ করবে, রাষ্ট্রপতি শাসন চাইছে ৷ ওসব হবে না ৷ আমরা বুঝে নেব ৷ পাঁচ বছরের জন্য নাগরিকত্ব কেড়ে নেবে, কী পেয়েছে ওরা ? আপনারা সবাই তো প্রথম থেকেই নাগরিক ৷ নাগরিকত্ব আবার দেবে, মানেটা কী !”