কলকাতা

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার শপথ নিলেন চম্পাই সোরেন। নতুন মুখ্যমন্ত্রী পেল ঝাড়খণ্ড। নতুন মুখ্যমন্ত্রী পেয়ে রাজ্যের টালমাটাল পরিস্থিতি কাটবে বলে মনে করছে ওয়াকিফহাল মহল। বুধবার দীর্ঘ ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছিলেন তিনি। ঠিক হয় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন চম্পাই সোরেন। তবে বুধবার থেকে শুক্রবার দুপুর, এই সময়কালে কোনও সরকার ছিল না ঝাড়খণ্ডে। শুক্রবার দুপুর ১২টার কিছু পর সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়া চম্পাই সোরেন শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শুক্রবার আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন মমতা। তার মধ্যেই পড়শি রাজ্যের রাজনৈতিক ডামাডোল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। হেমন্ত সোরেনের পাশে দাঁড়িয়ে গোটা ঘটনায় বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।