কলকাতা পুজো

৬০ হাজার টাকা করে ক্লাব পিছু অনুদান, বিদ্যুৎ বিল ৬০ শতাংশ ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

বাংলার দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটজ স্বীকৃতি উপলক্ষে এবার পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে দিল রাজ্য সরকার। বাড়ানো হল বিদ্যুতের বিলে ছাড়ের পরিমাণ। পুজো কমিটিগুলোর জন্য উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্লাব পিছু অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷ মোট ৪৩ হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে ৷ তালিকায় রয়েছে জেলার পুজো কমিটিগুলিও ৷ একই সঙ্গে সিইএসসি এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয় । অর্থাৎ পুজো কমিটিগুলিকে বিদ্যুতের দাম বাবদ মাত্র ৪০ শতাংশ টাকা দিতে হবে। গত বছর বিদ্যুতের খরচের

ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল ৷ অন্যদিকে, ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে দুর্গাপুজোর কাঠামো নিয়ে মিছিল হবে ১ সেপ্টেম্বর ৷ এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ দুপুর ২টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে ৷ মিছিল শেষে ধর্মতলার অনুষ্ঠানে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷ ১ সেপ্টেম্বর থেকেই বাংলায় দুর্গোৎসবের সূচনা হয়ে যাচ্ছে। এমনটাই সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওই দিন থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। রাজ্যবাসীর জন্য ১১ দিন ছুটিও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।