ফলাফল প্রকাশ হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ৷ শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এ দেশ ও রাজ্যের টপার ও সফল পরীক্ষার্থীদের অভিনন্দন ৷ আমি খুব খুশি যে ৫৩ শতাংশ সফল পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ৷ এই বছর সফল পরীক্ষার্থীদের মধ্যে ২৭.৫ শতাংশই মহিলা ৷ আপনাদের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে ৷ আমি সফল শিক্ষার্থী তাঁদের গর্বিত অভিভাবক ও শিক্ষকশিক্ষিকাদের অভিনন্দন জানাই ৷ মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইটে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীও ৷ ব্রাত্য বসু একটি টুইট বার্তায় লেখেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩এর ফল প্রকাশিত হলো আজ । ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাফল্যের হার ৯৯.৪ শতাংশ । সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই । তোমাদের সোনালী ভবিষ্যৎ হোক স্বপ্নকে ছুঁয়ে আসুক তোমাদের জীবন মানুষের মতো মানুষ হও ।