জেলা

‘আমাকে, অভিষেককে গ্রেফতার করবে…ভয় পাই না’, ঝুকেগা নেহি’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ভোটের একেবারে শেষলগ্নে যৌথ প্রচারে মমতা-অভিষেক। ডায়মন্ড হারবারে কেন্দ্রর তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন তিনি। মঞ্চ থেকেই বিজেপিকে মমতার চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে অভিষেককে ও তাঁকে গ্রেপ্তার করুক। পাশাপাশি সাংসদ হিসেবে নিজের ভাইপোকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। মমতার কথায়, “ওঁর থেকে ভালো কেউ লোকসভা দেখতে পারে না।” বুধবার শেষবেলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াব্রুজে সভা করেন মমতা এবং অভিষেক। সেখান থেকে বিজেপিকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু হুমকি দিয়ে আমাদের কিছু করা যাবে না। আমরা লড়তে পারি।” এর পরই তাঁর চ্যালেঞ্জ, “আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো কর না? কত কারাগার আছে, দেখ অ্যারেস্ট করে।” সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ” একটাই দল যে বিজেপির সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে। ঝুঁকেগা নেহি।” এর পর সাংসদ হিসেবে অভিষেকের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, “ঝড়-জল যা-ই হোক, ও নিজের কেন্দ্রের পাশে থাকে। ওকে বলিও, তুই পারিস বটে। ওর মতো কেউ (সাংসদ) লোকসভা দেখতে পারে না।” অভিষেকের শৈশবের স্মৃতিচারনা করেন তিনি। জানান, আড়াই বছর বয়স থেকে অভিষেক রাজনীতি করেন।   সভা থেকে মমতা বলেন, ‘বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখো!’ অভিষেককে পাশে নিয়ে এদিন মমতা বলেন, ‘একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের সঙ্গে রাজনীতি করছে। ওঁর পিছনে লাগছে। ও কিন্তু অনেক ছোটবেলা থেকে রাজনীতি বুঝে গিয়েছে। ও আড়াই বছর বয়স থেকে এটা করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, আমার মাথা ফেটে গিয়েছিল। সেটা দেখে একটা পতাকা হাতে তুলে নিয়ে ও বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও৷’ এদিনের মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজনীতি করার নামে মিথ্যা কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যা কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না।’ মমতার কথায়, ‘আপনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে, মোদীকে আপনারা হটিয়ে দেবেন নাকি দেবেন না। যদি মোদীকে সরাতে চান, তাহলে সব দলকে ছেড়ে দিন , আমরাই বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়ছি। বাংলায় রয়াল বেঙ্গল টাইগারের মতো আমরা বিজেপির সঙ্গে লড়ছি।’ অভিষেকের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সাংসদ অভিষেকের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, ‘ও নিজের সাংসদ এলাকার কথা খুব ভাবে। ওঁকে আমি মাঝে মাঝে বলি, তুই পারিসও। তোর মতো নিজের সংসদীয় এলাকা এত ভালো ভাবে কেউ দেখতে পারবে না। এটা ভালোই কাজ।’  মমতা বলেন, ‘INDIA -কে লিড বাংলাই দেবে। দেশের মানুষের সমস্যার সমাধান করব। এর থেকে বেশি কিছু নয়। ঝুকেগা নেহি, ঝুকেগা নেহি। বাংলায় একটাই দল তৃণমূল কংগ্রেস।যারা লড়াই করছে। যখন বলছে ইউপি’র থেকে বেশি আসন পাব বাংলায়, তার মানে গিয়েছে’।