দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঝাড়খণ্ডের ধানবাদে কর্মসূচি সেড়ে দুপুর ৩টে নাগাদ আরামবাগ হেলিপ্যাডে পৌঁছনোর কথা তাঁর৷ আজ দুপুর ৩টে নাগাদ হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ জনসভা শেষ করে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রওনা দেবেন কলকাতার উদ্দেশে৷ হেলিকপ্টারে করে পৌঁছবেন কলকাতার RCTC হেলিপ্যাডে৷ তারপরে, সেখান থেকে রাজভবন৷ ১ মার্চ রাজভবনের রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর৷ সব কিছু ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা বেজে ২০ মিনিট নাগাদ রাজভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পর থেকে আগামিকাল, অর্থ, শনিবার সকাল পর্যন্ত রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, শুক্রবার বিকেল নাগাদ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এ বিষয়ে কেন্দ্র রাজ্য কোন সরকারের তরফেই কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি এখনও৷