কলকাতা

ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অপেক্ষা শেষ । কাজ শেষ হয়েছিল আগেই । অবশেষে আজ খুলে যাচ্ছে আলিপুরে অবস্থিত শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম । মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে এই অডিটোরিয়ামের ।  প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে কলকাতার আলিপুর রাজ্যের পূর্ত দফতর তৈরি করেছে ৬তলা সমান থ্রি টায়ার অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামাফিক এই প্রেক্ষাগৃহ গড়ে উঠেছে। তিনিই এই প্রেক্ষাগৃহের নাম রেখেছেন ‘ধনধান্যে’। শঙ্খের মতো দেখতে ৫১০ ফুট দৈর্ঘ্য এবং ২১০ ফুট চওড়া ধনধান্যে প্রেক্ষাগৃহে রয়েছে ২ হাজার আসন বিশিষ্ট সভাঘর। রয়েছে ৫৪০টি আসন বিশিষ্ট আরও এক সভাগৃহ। একসঙ্গে ৩০০ দর্শক বসে শো উপভোগ করতে পারবেন এমন স্ট্রিট থিয়েটার রয়েছে। এছাড়া আলাদা অনুষ্ঠানের জন্য থাকবে পৃথক বিভাগ। ব্যাঙ্কোয়েট হল, ফুড পার্কও থাকবে এখানে। নীচের তলায় থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে সেখানে। শুধু তাই নয় সবরকম অত্যাধুনিক পরিষেবা মিলবে এখানে। গোটা প্রেক্ষাগৃহ নির্মাণ করতে মোট খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা। এই প্রেক্ষাগৃহ নির্মাণে নিরলস কাজ করে গিয়েছেন প্রায় ৬০০ কর্মী। অত্যাধুনিক এই অডিটোরিয়াম নির্মাণ করতে শুধু ইস্পাত ব্যবহার হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন। সেই প্রেক্ষাগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী নিশানা বানালেন রাজ্যের সংবাদমাধ্যমের একাংশকে। বললেন, ‘এখানকার মিডিয়ারা রাজ্যের কোনও উন্নয়নই দেখতে পায় না। কোথাও কোনও ভাল কাজ হলে সেতা তাঁরা দেখাতে পারে না। সব সময় খালি নেগেটিভ নিউজ দেখিয়ে যাবে। আমি বলছি না সবাই খারাপ। কিন্তু বেশিরভাগটাই এমনি। তাঁদের মধ্যে যারা ভাল কাজ করছেন আমি অবশ্যই তাঁদের একতা পুরস্কার দেব।’