দেশ

মানহানি মামলায় রাহুলের আর্জি নিয়ে রায় স্থগিত রাখলো সুরাত আদালত

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধির আর্জি নিয়ে রায়দান স্থগিত রাখল সুরাতের দায়রা আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন সুরাত দায়রা আদালতের অতিরিক্ত বিচারক রবিন মোগেরা। আগামী ২০ এপ্রিল প্রাক্তন কংগ্রেস সভাপতির আর্জি নিয়ে রায় দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিন আদালতে মামলার শুনানিতে রাহুলের আইনজীবী আর এস চিমা অভিযোগ করেন, সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ আইচ বর্মা নিরপেক্ষভাবে বিচার করেননি। উনি রায় দিতে গিয়ে তাড়াহুড়ো করেছেন। কিছু উল্টোপাল্টা তথ্য আর প্রমাণের ভিত্তিতে ওই রায় দেওয়া হয়েছে। মামলার রায় দেওয়া হয়েছে ইলেকট্রিকনিক্স প্রমাণের ভিত্তিতে। আমি কোনও একটা জনসভায় ভাষণ দিলাম আর তার ভিত্তিতে একশো কিলোমিটার দূরে থাকা একজন মামলা দায়ের করলেন, আর সেই মামলায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, এটা কখনই সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার হতে পারে না।’ রাহুলের বিরুদ্ধে মামলাকারী সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির আইনজীবী হর্ষত তোলিয়া পাল্টা বলেন, ‘মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি যখন আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি তখন কংগ্রেসের সর্বভারতীয সভাপতি ছিলেন। তাঁর বক্তব্যে দেশের প্রচুর মানুষ প্রভাবিত হয়েছেন। আমার মক্কেল মোদি পদবিধারী। ফলে রাহুলের মন্তব্য গোটা মোদি পদবিধারীদের পক্ষে অপমানজনক মনে করেই মানহানি মামলা দায়ের করেছিলেন।’ প্রাক্তন কংগ্রেস সভাপতির সাজা স্থগিতের আর্জি খারিজ করার আর্জি জানান তিনি। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রবিন মোগেরা রায়দান স্থগিত রাখেন।