কলকাতা

হুগলি জেলার নেতাদের কালীঘাটে তলব করল তৃণমূল সুপ্রিমো

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, আগামী ২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন নেত্রী। সম্প্রতি উত্তপ্ত হয়েছিল রিষড়া সহ হুগলি জেলার বেশ কিছু এলাকা। আবার এই হুগলী মানে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ও শান্তনুর এলাকা। জানা গিয়েছে, ওই জেলার নেতাদের নিয়ে এই দুই ইস্যুতেই কথা বলবেন তৃণমূল নেত্রী। কথা হবে, ফুরফুরা শরিফ নিয়েও। তবে বৈঠক হবে কালীঘাটে। সেখানে উপস্থিত থাকতে হবে হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিমকেও। বৈঠক হবে আগামী ২০ তারিখ। দুপুর ২টোতে। তবে ওই দিন দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মসূচি আছে জোড়াফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই তিনি উপস্থিত থাকতে নাও পারেন।