কলকাতা

বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা ডব্লুবিপিডিসিএল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 ফের ভারত সেরা বাংলা। দেশ জুড়ে বিদ্যুৎ উৎপাদন সমস্ত সংস্থার মধ্যে সেরা ওয়েস্ত বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আর এই রিপোর্ট কেন্দ্রেরই। এই খবর পাওয়া মাত্র বাংলার বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২০৫ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দেশ জুড়ে। তারমধ্যে প্রথম ডব্লুবিপিডিসিএল। দ্বিতীয় স্থান অর্জন করেছে এই রাজ্যের সাঁওতালডিহি। শুধু তাই নয়, পঞ্চম স্থান দখল করেছে বাংলার সাগরদিঘি। হিসেব অনুযায়ী, বহু সরকারি ও বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এগিয়ে ডব্লুবিপিডিসিএল। সেখানে বাংলার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের চেয়ে পিছিয়ে ডিভিসি, এনটিপিসি, টাটা ও আদানি।   মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, রাজ্যের কাছে অত্যন্ত গর্বের বিষয় এই যে, বিদ্যুৎ উৎপাদনে নয়া মাইলস্টোন তৈরি করেছে ডব্লুবিপিডিসিএল। এই জন্য ওই সংস্থার সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।