দেশ

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন তৃণমূলের ১০ সাংসদ

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন তৃণমূলের ১০ সাংসদ। জানা গেছে, বুধবার ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল। সকাল ১১টায় সাক্ষাৎ করবেন তাঁরা। প্রতিনিধি দলে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের টাকা, আবাস যোজনা, রাস্তা তৈরির টাকা -সহ একাধিক ক্ষেত্রে রাজ্যকে কেন্দ্র টাকা না দিয়ে বিপাকে ফেলতে চাইছে বলে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এই দাবিকে সামনে রেখে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফর ঘিরে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হইচই হয়েছিল। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, কারও সাক্ষাৎ পায়নি বাংলার প্রতিনিধি দল। সেই ঘটনাকে সামনে রেখে দিল্লিতে ধুন্ধুমার বেধেছিল। অভিষেক থেকে শুরু করে একাধিক তৃণমূল সাংসদকে আটক পর্যন্ত করা হয়।