কলকাতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাই-কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

এ দিন সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে দুপুর ৩টে থেকে । কিন্তু তার আগেই একটা হাইপ্রোফাইল বৈঠক হতে চলেছে সেখানে । এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস । মঙ্গলবার শুরু হয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই সম্মেলনে যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে ১১ সদস্যের প্রতিনিধি দল এসেছে ৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে গতকালই রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করেন । ওই বৈঠকে ইলেকট্রিক গাড়ি, তার ব্যাটারি থেকে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে এই বৈঠকের সময় নির্দিষ্ট করা হয় । এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস৷ মূলত, রাজ্যে বড়সড় বিনিয়োগ নিয়েই আলোচনা হতে পারে বলে খবর । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে ১২ টায় ধনধান্যে অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ এই বৈঠকের পর ব্রিটেনের হাইকমিশনার সরাসরি দিল্লি চলে যাবেন । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান শুরুর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এখন দেখার এই বৈঠক থেকে সুখবর রাজ্যবাসীর কাছে আসে কি না ! উল্লেখ্য, মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয় ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ দু’দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্য়ের তাবড় শিল্পপতিরা উপস্থিতি ছিলেন ৷ অতিথিদের তালিকায় রিয়ালেন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর মতো অনেকেই ছিলেন ৷মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ আজ, বুধবার সম্মেলনের দ্বিতীয় তথা শেষদিন ৷