হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় অবহেলা বা গাফিলতির কারণে শিশু বা মায়ের মৃত্যু হলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এ কথা জানান তিনি। বিভিন্ন সময়ে রাজ্যে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতি বা অবহেলার কারণে সদ্যোজাত বা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যু রুখতে আন্তরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দেন, প্রসূতি বিভাগে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় এমন ঘটনা ঘটলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার যে অভিযোগ ওঠে হাসপাতালগুলির বিরুদ্ধে, এদিন সেই বিষয়েও উত্তর দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের চালু করা এই কার্ড নিয়েও কড়া বার্তা দেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে কেন পর্যাপ্ত চিকিৎসক এবং নার্স নেই তা নিয়ে প্রশ্ন করেন বিরোধী দলের এক বিধায়ক। বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগ হবে। একইসঙ্গে এদিন তিনি নিয়োগ নিয়ে মামলা করার বিষয়টি উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন।