কলকাতা

অসুস্থ চিত্র সাংবাদিক-কে দিলেন নিজের গাড়ি, মোটরসাইকেলে চেপে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী

রেড রোডে গান্ধী মূর্তির সামনে থেকে পুলিশের মোটরবাইকে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য এক অসুস্থ সাংবাদিককে দেখতে যাওয়া। ফের কলকাতা শহর মানবিক ও মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখl। বৃহস্পতিবার দিল্লিতে কুস্তিগীরদের উপরে অত্যাচারের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ছিল ময়দানে। ওই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এই কর্মসূচি কভার করতে গিয়ে এক বৈদ্যুতিক মাধ্যমের চিত্র সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী তা জানতে পেরে তৎক্ষণাৎ ঐ চিত্র সাংবাদিককে পুলিশকে দিয়ে নিজের গাড়ি করে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এদিন গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদরাও। কিন্তু সেখানে যাওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন এক চিত্র সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর গান্ধীমূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করার পরই এক পুলিশের মোটরবাইকে চেপে বসেন মমতা। চিত্র সাংবাদিককে দেখতে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছতে পারেন, সেই কারণেই গাড়ির জন্য আর অপেক্ষা করেননি তিনি।তবে এই প্রথমবার কলকাতার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে চেপে দেখা গেল, এমনটা নয়।  কিন্তু শুধুমাত্র এক সাংবাদিকের শারীরিক অবস্থার খবর নিতে আচমকা মুখ্যমন্ত্রীর বাইক সফর নিঃসন্দেহে নজিরবিহীন। মুখ্যমন্ত্রীকে মোটরসাইকেলের রেড রোডে যেতে দেখে রীতিমতো ভিড় জমে যায়। এরপর এসএসকেএম(SSKM) হাসপাতালে জরুরী বিভাগে গিয়ে চিকিৎসাধীন সাংবাদিকের স্বাস্থ্যের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যান। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে চিত্র সাংবাদিক অসুস্থ হয়েছিলেন তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।