কলকাতা বিনোদন

মহানায়কের মৃত্যুর পর যোগ্য সম্মান দেয়নি বাম সরকারঃ মুখ্যমন্ত্রী

মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয় ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই পূর্বতন বাম সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাম সরকার মহানায়ক উত্তমকুমারকে যোগ্য সম্মান দেননি। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”মৃত্যুর পর উত্তমকুমারের দেহকে রবীন্দ্রসদনে রাখার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। আমাদের সরকার সমস্ত শিল্পীদের মৃত্যুর পর জনসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে তাঁর জন্য তাদের মরদেহকে যোগ্য সম্মান দিয়েই রবীন্দ্রসদনে এনে রাখা হয়। মহানায়কের মৃত্যুর সময় তাই আমরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি।” একইসঙ্গে তিনি বলেন, ‘যবে থেকে আমাদের দল সরকারের এসেছে, এই ১১ বছর ধরে উত্তমকুমারের পরিবারের প্রত্যেককে ডেকে আমরা এই দিনটায় তাঁকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে যে চলচ্চিত্র জগতে তাঁর জন্ম সেই জগতের মানুষদেরও এদিনের অনুষ্ঠানে সামিল করে নিই। এদিন চলচ্চিত্র জগতের অনেককেই মহানায়ক সম্মানে ভূষিত করা হল।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, উত্তমকুমারকে মহানায়ক কেউ করেনি। তাঁকে মহানায়ক করেছিল মানুষের ভালোবাসা।