দেশ

গোয়া পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে একাধিক কর্মসূচি

গোয়া পৌঁছালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার বিকেলে গোয়া বিমানবন্দরে নামেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর, অর্থাৎ সোম ও মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। কলকাতা পুরভোট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই মমতার গোয়া সফর ঘিরে আগ্রহ রয়েছে জাতীয় রাজনীতির দরবারে। রবিবার প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, “এটাই আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে সহজ পুরভোট।” হাই ভোল্টেজ ছোট লাল বাড়ির লড়াইয়ের সামান্য আগে গোয়ার কর্মসূচিও সে কথাই জানান দিচ্ছে। তৃণমূলের জেতা ম্যাচ অন্য প্লেয়ারদের খেলার ভার দিয়ে মমতা চলেছেন বড় যুদ্ধ জয়ের লক্ষ্যে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সফরের আগেই সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়  পৌঁছে গেছেন।  উল্লেখ্য, এই সফরের আগের দিন, অর্থাৎ গত শনিবার, ঘাসফুল শিবিরের

তরফ থেকে আসন্ন গোয়া বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মহিলাদের জন্য আশ্বাস দেওয়া হয় গৃহলক্ষ্মী প্রকল্পে শুরু করার কথা। এই প্রকল্পের আওতায়, গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতিমাসে জমা পড়বে পাঁচ হাজার টাকা। এই ঘোষণা থেকে একটা বিষয় স্পষ্ট, ভারতের এই অঙ্গরাজ্য এখন ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে। কিছুদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ঘাসফুল শিবিরে যোগ দেন। সেটাই শেষ নয়। প্রিয়াঙ্কা গান্ধির সফরে দিনে দলের একাধিক নেতা গণপদত্যাগ করেন। বিধানসভা ভোটের মুখে এই ইস্তফা যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর এই গোয়া সফরেই একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিতে পারেন তৃণমূলে। তালিকায় নাম রয়েছে এনসিপি বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমার। গোয়ার আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সফরের যে বাড়তি গুরুত্ব রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।