সিএএ নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী৷ সোমবার সূত্র মারফত সিএএ কার্যকর হওয়ার কথা কানে আসতেই নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে৷ সূত্র মারফত খবর মিলেছে, সেখানে সিএএ নিয়েই আলোচনা হয়েছে৷ আর তারপরেই সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘জরুরি প্রেস কনফারেন্স করতে হচ্ছে৷ বিজেপির এটা কাজ, আগেই টিভিগুলোকে খাইয়ে দেওয়া৷ কোন সালে সিএএ পাশ করা হয়েছিল? তার পর বারবার এক্সটেনশনে চার বছর লেগে গেল৷ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা৷ ২০২০ সালে সিএএ আইন পাশ হয়, বলা হচ্ছে এটি নাকি আজকেই ঘোষণা করা হবে৷ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা৷ যদি কোনও বৈষম্য হয়, আমরা সেটা মানি না৷ ঠিক নির্বাচনের আগেই এই আইন চালু মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আইনটা আমি আগে দেখব তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব’। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভোটের আগে এটা বিজেপির রাজনৈতিক চাল। এদিন তিনি বলেন, ‘আমি আগে আইনটা দেখব। যদি দেখি কোনো শ্রেণীর মানুষের ওপর বৈষম্য করা হচ্ছে সেটার কড়া বিরোধিতা করবো। কোনো বৈষম্য মানব না’। সকলকে শান্ত থাকার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “আধার কার্ড বাতিল করার চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ করেছিলাম। এবারেও যদি সেরকম কিছু ঘটে আমরা আবারও প্রতিবাদ করব। সকলে নিশ্চিন্ত থাকুন।”