ফের শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ এবার স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে শীর্ষস্থান দখল করল বাংলা ৷ শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গে ১০.০৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ সেখানে ভারত সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে এই শিরোপা পেয়েছে বাংলা ৷ এই স্বীকৃতি পাওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷