কলকাতা

হিন্দু মহাসভার পুজোয় অসুর বিতর্ক নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আলিপুরের উত্তীর্ণতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রুবি পার্কে অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজো নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে দুর্গাপুজোর মঞ্চ থেকে গান্ধিজিকে অপমান করা হয়েছে, তা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি । প্রসঙ্গত, হিন্দু মহাসভার দুর্গাপুজোয় অসুরের মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ অসুরের মুখের আদল মহাত্মা গান্ধির মতো তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অবশেষে বৃহস্পতিবার তিনি মুখ খুললেন ৷ মমতা বলেন, ‘‘আমি তো জানতামই না । কাজ করছিলাম । গান্ধিজিকে মা দুর্গার অসুর বানিয়ে দিলেন ? আমি বললাম পুলিশকে । তারা গিয়ে ব্যবস্থা নিল । শেষে ওই জায়গায় আবার অসুর বানাল । আমি শান্তিতে পুজো হোক চাইছিলাম ।’’ এই নিয়ে সরাসরি বিজেপির উপর দোষ চাপিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমাদের লোকেদের জিজ্ঞাসা করি গান্ধিজিকে আপনারা দেশের নেতা মানেন, কি মানেন না ?’’ তাঁর কটাক্ষ, কথায় কথায় যারা বলে দুর্গাপুজো করতে দেয় না মমতা । তারা তো দুর্গাপুজো করল আর গান্ধিজিকে অসুর বানিয়ে দিল । তাঁর হুঁশিয়ারি, ‘‘মানুষ আপনাদের জবাব দেবে ।’’ একই সঙ্গে তিনি ধর্মের প্রসঙ্গও জুড়ে দিয়েছেন এখানে ৷ প্রশ্ন তুলেছেন, ‘‘গুরু নানকের নামে কেউ কিছু বললে শিখরা শুনবেন ? জগন্নাথ নিয়ে বললে শুনবে ?’’