ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে কার্যকর করতে পারে নাগরিক সংশোধনী আইন। আর সেই আশঙ্কা থেকেই বিধানসভায় শীতকালীন অধিবেশনে সিএএ-র বিরোধিতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এই প্রস্তাব ঘিরে উত্তাল হতে পারে বিধানসভার অধিবেশন। ১৮ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশ শুরু হচ্ছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধিবেশনের গোড়ার দিকেই এই প্রস্তাব আনা হতে পারে। আর কৃষ্ণনগরের সভা থেকে সিএএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, “মতুয়ারা এখানকার নাগরিক। সবাই এখানকার নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই। মতুয়াদের বলছি আপনারা এখানকার নাগরিক হবেন। আপনাদের নাগরিকত্ব কাড়তে দেন না। জীবন দিতে প্রস্তুত।” ডিসেম্বরেই রাজ্যে সিএএ চালু হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। যদিও রাজ্যে সিএএ কোনও ভাবেই চালু করতে দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরের সভা থেকে ফের একবার সিএএ নিয়ে সরব হলেন তিনি। সেখানে মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি কোনও কাজ করেনি। লোকসভায় মিথ্যে কথা বলে আসন জিতেছে। কোনও কাজ করতে দেখা যায়নি। নির্বাচন আসলে শুধু ক্যাঁ ক্যাঁ। নির্বাচন আসলেই মাথায় সিএএ ঢোকে। মতুয়াদের নিয়ে বাংলা ভাগ করা চেষ্টা করে। আমরা এগুলো কিছু করতে দেব না। নির্বাচন এলেই তাদের মাথায় খালি এগুলো আসে। নির্বাচন এলেই খালি মতুয়া। আর নির্বাচন চলে গেলেই খালি ধর্মযুদ্ধ। ভাগাভাগি।”