জেলা

বাচ্চা ছেলে, ব্যবসা করছিল, ইডি অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে : মুখ্যমন্ত্রী

 লোকসভা ভোটের আগে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আগামীকাল, বুধবার প্রশাসনিক বৈঠক করবেন ফুলবাড়িতে। আজ, শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়নের বোর্ডে বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অভিষেক একটা ইয়ং ছেলে। ওকে তো কিছু করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে, খাওয়াবে কি! অভিষেকের একটা ব্যবসা ছিল। ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে’। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘আমি আগে কখনও এই কথা বলিনি। আমরা লড়াই করছি। আমাদের যা আছে, তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না’। কিন্তু কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত? তা খোলসা করেননি তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে রাজনৈতিক মহলের ধারনা, সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই নিশানা করতে চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও কথা থাকলে আমাকে সরাসরি বলুন। আমার কোনও ভুল থাকবে না এটা হতে পারে না। যারা কাজ করে, তাদের ভুল হয়। কিন্তু আমি চাই না আপনারা কোনও ভুল করুন।’