রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আগেভাগেই দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগে ঠিক ছিল, বৃহস্পতিবার দিঘা রওনা দেবেন তিনি ৷ কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিচার করে দিনবদল ৷ পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সৈকত শহরে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষে দিঘায় বিপুল জনসমাগমের সম্ভাবনা তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী চান আগে থেকেই প্রস্তুতি খতিয়ে দেখতে। সূত্রের দাবি, আইনশৃঙ্খলা থেকে শুরু করে যান নিয়ন্ত্রণ, দমকলের তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা- সবকিছুর দিকে তাঁর নজর রয়েছে। বুধবার দিঘা পৌঁছে তিনি যাবতীয় আয়োজন পরিদর্শন করবেন। চলতি বছর নবনির্মিত জগন্নাথ মন্দিরে এই প্রথম রথযাত্রা। ফলে প্রশাসনের কাছে এই উৎসব ঘিরে এবার কড়া চ্যালেঞ্জ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের আরও পাঁচ মন্ত্রী। ইতিমধ্যেই তাঁদের হাতে নির্দিষ্ট দায়িত্বও তুলে দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর অনুমান প্রায় ২ লক্ষ ভক্ত সমাগম হতে পারে রথের দিনে। ২৭ জুন অর্থাৎ শুক্রবার দিঘায় ঐতিহাসিক রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তার আগে, পুরী ধাঁচে রাস্তা ঝাঁট দেবেন তাঁরই উপহার দেওয়া সোনার ঝাঁটা দিয়ে। নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ধরে চলবে রথ। রাস্তার দু’ধারে ফেলে রাখা থাকবে দড়ি, যাতে ভক্তরা সহজেই অংশ নিতে পারেন। তবে নিরাপত্তার কারণে রথের একেবারে সামনে থাকতে পারবেন শুধুমাত্র অলিম্পিয়ান ও সাধুসন্তরা। নবান্ন সূত্র জানাচ্ছে, দিঘায় রথযাত্রাকে ঘিরে অন্তত ২ থেকে আড়াই লক্ষ মানুষের ভিড় হতে পারে বলে অনুমান। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী আগেভাগে যাবতীয় প্রস্তুতির তদারকিতে নামছেন।


