কয়েকদিন আগে লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেখানে দেখা যায় লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম ইংরেজির সঙ্গে বাংলাতেও লেখা হয়েছে ৷ যে ছবি দেখে আপ্লুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকালে তিনি এই নিয়ে দু’টি টুইট করেন ৷ ওই টুইটে তিনি এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘হোয়াইটচ্যাপেল স্টেশনে
বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে জানতে পেরে গর্বিত ৷ এর ফলে বোঝা যাচ্ছে সারা বিশ্বে এক হাজার বছরের পুরনো এই ভাষার গুরুত্ব বাড়ছে ৷’’ দ্বিতীয় টুইটে মমতার আবেদন, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রবাসী ভারতীদের একসঙ্গে চেষ্টা করা উচিত ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে, লন্ডনের স্টেশনের নাম বাংলা ভাষায় লেখা আসলে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের জয় ৷