দেশ

তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে জানালেন ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দু শেখর রায়। সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সুখেন্দু শেখর রায়। গতকাল তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ। তিনি তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সংসদীয় ব্যাপারে প্রশাসনিক কাজে তাঁর অভিজ্ঞতা আগামীদিনের সংসদের দুটি কক্ষেই কাজে লাগবে। তাই তাঁকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, জানান সুখেন্দু শেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েন। তাঁরা আশাবাদী মমতা বন্দোপাধ্যায়ের অভিজ্ঞতা সংসদীয় কমিটিতে আলোড়ন জাগাবে। ২০২৪ লক্ষ্য তৃণমূলের। একুশের মঞ্চ থেকে ভারত থেকে বিজেপিকে বিতাড়িত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন তিনি। এই বিষয়ে তৃণমূলের সংসদীয় কমিটি একটি প্রস্তাব পাশ করেছেন। দিল্লি দখলের লড়াইয়ে এখন থেকেই ঝাঁপিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পদ দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, আগামী সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী ৷ থাকবেন বেশ কয়েক দিন ৷ ওই সময়ের মধ্যেই বিজেপিবিরোধী বিভিন্ন দলের শীর্ষস্তরের নেতানেত্রীদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে তাঁর ৷ সেইসব বৈঠকে যে চব্বিশের সাধারণ নির্বাচন এবং মোদিকে হঠানোর রণকৌশল নিয়ে কথাবার্তা হবে, তা আগেই জানিয়ে দিয়েছেন মমতা ৷ সেই সফরের ঠিক আগেই মমতাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

https://www.facebook.com/AITCofficial/videos/168082058720017