কলকাতা

রামনবমীতে অস্ত্র মিছিলের নামে অশান্তি বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগামীকাল রামনবমী। অতীতে ভগবান রামের নামে কট্টর হিন্দুত্ববাদীদের অশান্তি বাঁধানোর সাক্ষী থেকেছে বাংলা। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর কোনইও চেষ্টা যে তিনি বরদাস্ত করবেন না, বুধবার ফের একবার সে কথাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘রামনবমীতে অস্ত্র হাতে মিছিল আটকানো হবে না। কিন্তু গোলমাল পাকালে, মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে কাউকে রেয়াত করা হবে না। কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বুধবার দুপুর থেকে রেড রোডের আম্দেদকর মূর্তির পাদদেশে ৩০ ঘন্টার ধর্না-আবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ধর্না মঞ্চ থেকেই বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে অশান্তি পাকানোর চেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। বিজেপি নেতাদের নাম না করে বলেছেন, ‘এক গুন্ডা বলেছে, অস্ত্র হাতে রামনবমীতে মিছিল বের করব। আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোনওরকম অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি। রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।’ ভগবান রামের নামে গেরুয়া শিবিরের অস্ত্র মিছিলকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘রাম কখনও বলেননি, ভোজালি নিয়ে মেরে এসো। হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দাও। রাজনৈতিক ফায়দা পেতে বেশ কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করছে, আর মানুষে-মানুষে বিভেদ তৈরি করছে।’