বিদেশ

পাকিস্তানের বিনে পয়সার আটা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১১, আহত ৬০

পাকিস্তানে গত কয়েক মাস ধরেই চলছে চরম খাদ্যাভাব। রমজান উপলক্ষে গরিব মানুষদের জন্য বিনে পয়সায় আটা বিলির সিদ্ধান্ত নিয়েছে শাজবাজ শরিফ সরকার। আর সেই আটা নিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হচ্ছে বহু গরিব মানুষকে। শুধু মাত্র পঞ্জাবেই গত কয়েকদিনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েন ১১ জন। আহত হয়েছেন অসংখ্য। গতকাল মঙ্গলবারই বিনে পয়সার গম পাওয়া নিয়ে পঞ্জাবের চার জেলা সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজফফরগড় ও ওকারায় হুড়ুহুড়িতে পদপিষ্ট হয়ে দুজন মহিলা প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। সাহিওয়ালপুরের কায়েদ-ই-আজম স্টেডিয়ামে গম বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আর তাতেই পদপিষ্ট হয়ে নাসিমা আক্তার নামে এক বৃদ্ধা মারা যান। কয়েকদিন আগে ফয়সালাবাদ, মুলতান এবং জেহাইওয়ানেও গম নিতে গিয়ে পদপিষ্টে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যেভাবে গম বিলিকে কেন্দ্র করে হুড়ুহুড়িতে মৃত্যুর মিছিল বাড়ছে তাতে উদ্বিগ্ন পঞ্জাবের তদারকি মুখ্যমন্ত্রী মহসিন নকভী।   মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, গম বিরতণের সময় মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা বিতরণকেন্দ্র গুলি পরিদর্শনে যাবেন।