বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতি। আর তারই জেরে দলে দলে দেশে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয়রা। তাঁদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয় সেই বিষয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের ফেরাতে রাজ্য সরকার সদা সক্রিয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার একুশের সমাবেশের পরেই তাঁর এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি বার্তা দিয়ে মমতা জানান, ‘যাঁরা ফিরছেন এই বাংলায়, তাঁদের সমস্তরকম সাহায্য ও সহায়তা করার জন্য রাজ্য প্রশাসনকে বলেছি আমি।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, প্রায় ৩০০ শিক্ষার্থী আজ হিলি সীমান্তে পৌঁছেছেন এবং তাঁদের বেশিরভাগই নিরাপদে স্ব স্ব গন্তব্যে চলে গিয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনের সরকারি সাহায্যের প্রয়োজন ছিল, সেই সমস্তরকম সাহায্য তাঁদের করা হয়েছে। একইসঙ্গে মমতার বার্তা ‘বিপদের মুখে একতাই শক্তি’। গতকালই নবান্ন সূত্রে জানানো হয়েছিল, বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থার দিকে বিশেষ নজর রাজ্য সরকারেরও। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই দিল্লির সঙ্গে কথা হয়েছে নবান্নর। রাজ্যের কেউ ওদেশে আটকে রয়েছেন কিনা, তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জিও জানিয়েছে রাজ্য। পাশাপাশি দিল্লিতে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগে থাকার।