বৃহস্পতিবার তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ঝাড়খণ্ডের জেএমএম নেতা হেমন্ত সোরেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ব্যক্তিগত ভাবে ফোন করে অনুরোধ করেছিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাঁচীর মোরাবাদে শপথ নেবেন হেমন্ত সোরেন। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতার থাকার সম্ভাবনা। ঝাড়খণ্ডে বিপুল পরিমাণে বাঙালি থাকেন। তাই মমতার যাওয়া ঘিরে উৎসবের মেজাজ রাঁচীতে। ঝাড়খণ্ডে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। কিন্তু জনতার রায়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে হেমন্ত সোরেনের দলই। জোটের মুখ হিসাবে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন।