জেলা

অধিগৃহীত জমির বাসিন্দাদের মালিকানা স্বত্ত্ব দেবে রাজ্য সরকার

ফের এক অভিনব পদক্ষেপ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৯৪৮ সালের Land Development and Planning বা LDP Act’র আওতায় অধিগৃহীত জমিতে বসবাসকারীদের মালিকানা সত্ত্ব দেওয়া হবে। ১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই LDP আইনের বলে জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন রাজ্য সরকার। কার্যত সেই সময় থেকেই ওই সমস্ত জমিতে বসবাস শুরু করেন বহু গৃহহীন মানুষ, মূলত যারা দেশ ভাগের শিকার হয়ে ছিন্নমূল অবস্থায় এদেশে এসেছিলেন। বৈষ্ণবঘাটা, সোদপুর সহ রাজ্যের প্রায় ৮ জায়গায় ছড়িয়ে রয়েছে এমন বেশ কিছু জমি। সেখানে বসবাস করেন প্রায় ৪০ থেকে ৫০ হাজার পরিবার। কিন্তু এতদিন এই বাসিন্দাদের কাছে জমির মালিকানা স্বত্ব ছিল না। এর ফলে আটকে যেত জমি সংক্রান্ত বিভিন্ন কাজ। সেই সমস্যা থেকে রেহাই দিতে এবার বাসস্থানের জমির মালিকানা স্বত্ব তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য। যদিও অনেকেই মনে করছেন কেন্দ্রের বিজেপি(BJP) সরকার থেকে থেকেই যেভাবে NRC ও CAA নিয়ে নড়েচড়ে বসছে তা থেকে আমজনতা স্বস্তি দিয়েই এই মক্ষোব অস্ত্রটি বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।