সরকারি জমি কোনও ভাবেই নতুন করে দখল করা চলবে না। এবার এই ইস্যুতে কড়া মনোভাব রাজ্য সরকারের। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে জমি দখলকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জমি জবরদখলের ক্ষেত্রে কোনও নেতা-মন্ত্রী, আমলা কাউকেই যে রেওয়াত করা হবে না, তাও শুনিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি দখলের ক্ষেত্রে পুলিসের ভূমিকাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “যেখানে জমি জবরদখল মুক্ত করা হচ্ছে, সেখানে ফের লোক বসে যাচ্ছে। কিন্তু পুলিস কিছুই করে না। কারণ তাঁরা জানেন, তিন বছরের জন্য থাকবেন তার পরে অন্য জায়গায় চলে যাবেন। সেই কারণে কিছু কাজ করে না। কিন্তু আজ থেকে নিয়ম হচ্ছে, যে সময় যে অফিসার থাকবে তখনকার সময়ের ব্যাপারে তাঁদেরকেই ধরা হবে।” দখলকরা জমিতে ইতিউতি গজিয়ে উঠছে ফ্ল্যাট। এই প্রোমোটরেরা কী ভাবে মিউটেশন পাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু লোক বাইরে থেকে এসে সরকারি জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে পালিয়ে যাচ্ছে। এঁদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। জিরো টলারেন্স নীতিতে পুলিস কাজ করবে।”