জেলা

শিলিগুড়িতে বন দফতরের অভিযানে উদ্ধার ৩০ কোটি মূল্যের সাপের বিষ

পাচার করা হচ্ছিল কোটি কোটি টাকার সাপের বিষ । তবে শেষ পর্যন্ত আর পাচার করা হল না। গোপন সূত্র থেকে খবর পেয়ে পাচারের আগেই সেই বিষ উদ্ধার করা হল শিলিগুড়ি মহকুমা এলাকার বিধাননগর এলাকা থেকে। প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয় রবিবার। শিলিগুড়িতে একটি মোটরসাইকেল থেকে সেই জার ভর্তি সাপের বিষ উদ্ধার হয়। বিধাননগর এলাকা থেকে কাচের একটি বিশেষ জারে করে সেই বহু মূল্যের বিষ পাচার করা হচ্ছে বলে জানতে পেরেছিলেন ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা। এরপর সেই মতো তল্লাশি চালানো হয়। খবর পেয়ে পেয়ে ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালান। সেখান জাতীয় সড়কে একটি বাইক সহ এক ব্যক্তিকে ধরা হয়। তল্লাশি চালানোর সময় সেই ব্যক্তির কাছ থেকেই জারবন্দি সাপের বিষ উদ্ধার হয়। একটি বুলেট প্রুফ জারে ওই সাপের বিষ রাখা ছিল বলে জানা গিয়েছে।