জেলা

ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল ২ শিশু

ডায়মন্ডহারবারে ভেসেল থেকে নামতে গিয়ে পরিবারের লোকজনের সামনেই হুগলি নদীতে পড়ে গেল ২ শিশু। নদীতে সেসময় ভাটার টান এতটাই ছিল যে মুহূর্তই দুটি শিশু তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে একজন ঝাঁপ দিলেও শিশু দুটির কোনও হদিশ পাওয়া যায়নি। রবিরার সন্ধেয় ওই মর্মান্তিক ঘটনা ঘটে ডায়মন্ডহার প্রশাসনিক ভবনের কাছে ডায়মন্ডহারবার ফেরি ঘাটে। খবর পেয়েই চলে আসেন প্রশাসনের কর্তারা। কাজে লাগানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে এদিন রাতে কুমড়োহাটি থেকে ভেসেলটি ফেরি ঘাটে দাঁড়িয়ে থাকা ভেসে এসে ঠেকার পর সবাই নামতে যায়। শিশু হওয়ায়  লম্বা পা ফেলতে পারেনি এক শিশু। দুটি ভেসেলের সে মধ্যে গলে যায়। তাকে ধরতে দিয়ে পড়ে যায় তার ৮ বছরের দিদিও। এক নিমেষে পরিবারের লোকজনের সামনেই নদীতে তলিয়ে যায় ২ শিশু।  ঘটনার পরই জোরদার তল্লাশি শুরু করে দেয় বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, থেকে আরম্ভ করে অন্যান্য কাউন্সিলররা। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এখনও নদীতে তল্লাশি চালাচ্ছেন। নামানো হয়েছে স্পিডবোট।