জেলা

ভিন রাজ্যের যুবককে কুপিয়ে খুন

হাওড়ার বাঁকড়ায় চাঞ্চল্যকর ঘটনা ৷ চেয়ার তৈরির কারখানায় ঢুকে ভিন রাজ্যের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৷ স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া মণ্ডল পাড়ায় চেয়ার তৈরির কারখানায় খুন করা হয় ওই যুবককে । স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুদিন আগেই ভিন রাজ্য থেকে দু’জন এখানে কাজ করতে আসেন । দু’জনে কারখানায় থাকতেন । বৃহস্পতিবার রাতে নিজেদের মধ্যে বচসা হয় । বচসার মধ্যেই একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত যুবকও যথেষ্ট আহত হন বলে জানা গিয়েছে ৷ চিকিৎসার জন্য তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় । এরপরই থানায় খবর দেন স্থানীয়রা ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তদন্তের জন্য ঘটনাস্থলে আসে ডোমজুর ও বাঁকড়া থানার পুলিশ ।