জেলা

মুর্শিদাবাদে প্যাথলজি ল্যাবে পরীক্ষা করাতে গিয়ে মৃত ব্যক্তি

হৃদযন্ত্রের পরীক্ষা করাতে গিয়ে প্যাথলজি ল্যাবে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর রাণীবাগান এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যেতে হয় বহরমপুর থানার পুলিশকে। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের আত্মীয় জানিয়েছেন, সোমবার মৃত ব্যক্তি ল্যাবে পরীক্ষা করাতে এসেছিলেন। সেখানে বসে অপেক্ষা করাকালীনও বাড়িতে পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। এর কিছুক্ষণ পর ল্যাবের তরফে মৃতের বাড়িতে ফোন যায়। বলা হয়, তাঁকে অচৈতন্য অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ইসিজি করাতে নিয়ে যাওয়া হয়েছিল ওই ব্যক্তিকে। তারপরেই স্ট্রেচারে করে তাঁকে ল্যাবের তরফে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনোরকম চিকিৎসাই হয়নি তাঁর। অভিযোগ, ল্যাবরেটরি কর্তৃপক্ষ মৃতের পরীক্ষার সমস্ত তথ্য মুছে দিয়েছে। ল্যাব কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।