প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ৷ এই ৭ দিন দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ দেশের দু’বারের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আগামী ৭ দিন সমস্ত দলীয় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত কংগ্রেসের ৷ অনুষ্ঠান বাতিলের পাশাপাশি কংগ্রেস দলের তরফে বৃহস্পতিবার রাতেই জানানো হয়েছে আগামী সাত দিন সবর্ত্রই দলের পতাকা অর্ধনমিত রাখা হবে ৷ দলের সাধারাণ সম্পাদক তথা কর্ণাটকে দলের ইন-চার্জ রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানাতে আগামী 7 দিন দলের তরফে সমস্ত অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার কর্ণাটকে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ ব়্যালির আয়োজন করা হয়েছিল ৷ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সেই কর্মসূচি ৷ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল দলের সিদ্ধান্তের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে । এই সময়ে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে । বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর ৷ তাঁর মৃত্যুর সময় কংগ্রেসের কার্যকরী বৈঠকের জন্য কর্ণাটকের বেলগাভিতে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়ে তৎক্ষণাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ রাজধানী পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান রাহুল ও খাড়গে ৷ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বৃহস্পতিবারই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় মনমোহনের দেহ ৷